ব্লগিং শুরু করা কি উচিত | Online Income BD by Blogging

 Online Income BD by Blogging. 2023 সালে এসে সব কিছুরই ধরন পাল্টে গিয়েছে। এখন 2023 সালে এসে কি blogging করে টাকা ইনকাম করা যাবে? বা এভাবে বলা যায় যে টাকা ইনকাম এর জন্য কি ব্লগিং smart সিদ্ধান্ত হবে? Online Income BD’র আজকের blog এ আমরা এই নিয়ে আর্টিকেল বলবো।

 

ব্লগিং শুরু করা কি উচিত

Table of Contents

{getToc} $title={Table of Contents}


Online Income BD by Blogging

গত কিছু বছরে সব কিছু এতো পরিবর্তন হয়েছে যে। এক কথায় বলা সম্ভব না আপনার blogging শুরু করা উচিত হবে কি না। 2013 সালে একজন এভরেজ ব্লগ রিডারের একচল্লিশ (41) বছর। সেখানে Internet ব্যাবহার কারীর এভরেজ বয়স 18-25 বছর।

 

এর থেকে কিছুটা বোঝা যাচ্ছিল যে বেশীর ভাগ ইন্ডাস্ট্রির জন্য ব্লগ বা আর্টিকেল আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে।আপনি যদি blogging / ইন্ডাস্ট্রির growth আর সোস্যাল মিডিয়ার growth দেখেন। তাহলে আরো ভালো করে বিষয়টা বুঝতে পারবেন।

 

এর একটা বড় কারণ হলো young জেনারেশন দের আর ব্লগ এ যাওয়ার দরকার বেশিরভাগ ক্ষেত্রেই হয় না।এর কারণ ব্লগ বা আর্টিকেল এ যেয়ে যে information পেত তা এখন তারা social media থেকেই নিতে পারছে। এখন chat GPT সবার সামনে আসার পর এই ঝুঁকি আরো কয়েক গুন বেরে গেছে।

একটা সময় ছিল যখন মানুষ entertainment এর জন্য ব্লগ এ যেত। এখন entertainment  এর জন্য ব্লগ থেকেও ভালো platform এসেছে। একজন মানুষ যে অন্য একজন এর ব্লগ এ যাবে যেয়ে তার জীবন এর আপডেট পড়বে।(Online Income BD by Blogging)

সেই সময় আমরা অনেক আগেই পার করে এসেছি। যেই সব মানুষ তখন ব্লগ লিখতো তারা এখন আর এই ইন্ডাস্ট্রিতে নেই। ব্লগিং ইন্ডাস্ট্রির বর্তমান অঅবস্থা কি? এটা টিকে আছে কি নেই সেটা যানার জন্য hubspot একটা রিসার্চ করে।

ওদের রিসার্চ এ একটা interesting ডেটা উঠে আসে। সেটা হলো প্রতিটা মানুষ, প্রতিটা Internet ব্যাবহার কারি সপ্তাহে একবার হলেও কোন না কোন ব্লগ এ যায়।

তারা ব্লগ এ যায় information পাওয়ার জন্য। entertainment এর জন্য না। কখনও কখনও তারা যেনে শুনেই ব্লগ বা আর্টিকেল ওয়েবসাইটে যায়। কোন কোন সময় তারা social media থেকে ব্লগ ওয়েবসাইটে drive করে।

অথবা তারা seo’র মাধ্যমে ব্লগ পেজে land করে। কিন্ত সব থেকে বড় এবং নোটিশ করার বিষয় হলো তারা information নেওয়ার জন্য ব্লগে যায়। entertainment এর জন্য ব্লগ এ যায় না। একটা সময় মানুষ যে সব কারনে ব্লগ ওয়েবসাইট এ যেত এখন মানুষ আর ঐ সব কারণে ব্লগ পড়ে না। ব্লগ পড়ার পেছনের কারণ পরিবর্তন হয়েছে।

 

এই সাধারণত ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন তো এখনো আপনি ব্লগিং করে জীবনে অনেক ভাল করতে পারবেন বলে আমার মনে হয়। 2023 সালে এসেও blogging কে full-time ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। তবে একটু স্মার্ট উপায়ে কাজ করতে হবে।

 

Blogging Topic Select – Online Income BD by Blogging

আগে আমরা যে কোন টপিক এ ব্লগ ওয়েবসাইট বানিয়ে কিছু দিন পর। যখন ব্লগ এ traffic আসতো, তখন Google adsense বা amazon affiliate এর মাধ্যমে Monetize করে টাকা ইনকাম করতাম।

এখন আর এতো সহজ হবে না। এখন কোন টপিক এ ব্লগ লেখার আগে চিন্তা করতে হবে যে, এই টপিক এ ব্লগিং’ই করাই বেষ্ট মাধ্যম কি না?

  • 10 টা বা 15 টা টপিক লিস্ট করে ফেলুন। এই দশটা টপিক এর মধ্যে যে কোন কিছু হতে পারে। তবে আমি হলে আমার ভালো লাগে এমন কিছুরই লিস্ট করতাম।
  • এই step এ এসে আপনি দেখবেন যে আপনার ঐ দশ টা টপিক এর মধ্যে। কোন কোন বিষয় ব্লগিং এর জন্য পারফেক্ট। এখন সব টপিক কিন্ত ব্লগিং এর জন্য নয়। আপনার লিস্ট এ যদি travel blog থাকে, তাহলে আপনি travel blog ওয়েবসাইট তৈরি করবেন না। কারণ এখন আর মানুষ travel blog পড়ে না। এখন মানুষ travel vlog দেখে। ( Blogging Topic Select )
আপনি যদি blogging বা আর্টিকেল লেখায় ক্যারিয়ার শুরু করতে চান। কিন্তু বুঝতে পারছেন না যে ব্লগি শুরু করা ঠিক হবে কিনা?
তাহলে এই আর্টিকেল একটু হলেও আপনাকে সাহায্য করবে বলে আমার ধারণা।

Make Money by Blogging

ব্লগিং ওয়েবসাইট থেকে বেশ অনেক মাধ্যমে টাকা ইনকাম (taka income) করা যায়। তার মধ্যে থেকে সবাই করে এমন বিষয় গুলো নিচে আলোচনা করছি:

Online Income BD by Blogging:

  1. ব্লগ বা আর্টিকেল ওয়েবসাইটের সব থেকে জনপ্রিয় টাকা ইনকাম method হলো Google adsense. প্রায় সব ব্লগ site এ google এর add দেখানো হয়। google adsense থেকে মোটামুটি হিসাব করলে মাসে 700-1,000 ডলার পর্যন্ত আসে। কিছু ক্ষেত্রে এর থেকে বেশীও আসে।
  2. আর একটা টাকা ইনকাম উপায় হলো affiliate প্রোগ্রাম এ join করা। affiliate marketing করে একটা বড় amount আসে ব্লগারদের পকেটে। affiliate marketing এর উপরে একটা 15,00 words এর article লেখা যায়। affiliate marketing এর উপরে বিস্তারিত জানতে youtube এ গিয়ে সার্চ করতে পারেন।
  3. Sponsorship থেকেও আয় আসে। sponsorship এর জন্য যদিও ব্লগ এ অনেক ভিজিটর আসতে হয়। তবে নিয়মিত কাজ করলে অবসই এক সময় sponsorship পাবেন।
  4. সব থেকে ভালো হয় যদি আপনি আপনার ব্লগিং নিশ রিলেটেড প্রোডাক্ট সেল করতে চেষ্টা করেন। নিজের প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা সব থেকে smart উপায় টাকা ইনকাম করার।
এই চারটা উপায় এর মধ্যে যে কোন একটা বা সব কয়টা নিয়ে কাজ করতে পাবেন।

Online Income BD payment bkash

অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় না এমন মানুষ খুব কম আছে। অনেকেই অনলাইন ইনকাম করে পেমেন্ট বিকাশ ( Online Income BD payment bkash ) এ নিতে চান। তাদের জন্য একটু লিখছি। জানি এটা একটু মূল টপিক এর বাইরে চলে যাচ্ছে।

আপনি চাইলে বিভিন্ন ভাবে টাকা ইনকাম করে পেমেন্ট বিকাশে নিতে পারেন। ওয়েবসাইট তৈরি করে বা ব্লগিং করেও টাকা ইনকাম করে বিকাশে নিতে পারেন।

এখানে কিছু উপায় আমি দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আপনি ব্লগিং করে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট ( online income bd payment bkash ) নিতে পারবেন।

 

স্পন্সর করে টাকা ইনকাম- Online Income BD payment bkash

বাংলাদেশে seo করলে আপনি আপনার ব্লগের জন্য বিভিন্ন কোম্পানি থেকে sponsorship এর অফার আসবে। ঐ সব কোম্পানির প্রোডাক্ট আপনার ব্লগে লিস্ট করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর সেই টাকা বিকাশ একাউন্ট দিয়ে তুলে নিতে পারবেন।

 

রেফার ইনকাম- Online Income BD payment bkash

Sponsorship এর মতো করেই রেফার ইনকাম করা হয়। তবে এটা স্বাধীন। কারণ আপনার যে products বা সার্ভিস পছন্দ সেটার লিংক ব্লগের মধ্যে দিতে হবে। ঐ লিংক থেকে যদি কেউ পোডাক্ট কিনে আপনি রেফার পয়েন্ট পাবেন।

 

সিপিএ করে টাকা ইনকাম- Online Income BD payment bkash

সিপিএ মার্কেটিং করেও ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা সম্ভব। সিপিএ সম্পর্কে ভালো করে জেনে নিয়ে আপনি ইনকাম শুরু করে দিতে পারেন। সিপিএ মার্কেটিং করে খুব ভালো টাকা ইনকাম করা সম্ভব। সিপিএ মার্কেটিং করে পেমেন্ট বিকাশ বা নগদে নিতে পারেন। Online income bd payment bkash.

 

এফিলিয়েট মার্কেটিং – Online Income BD payment bkash

সব শেষে এফিলিয়েট প্রোগ্রাম থেকে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারেন। যদি আপনি রিভিউ ব্লগ ওয়েবসাইটে প্রকাশ করেন তাহলে আপনার ব্লগ পড়ে ঐ প্রোডাক্ট নেওয়ার আগ্রহ হবে। আপনি ঐ সুযোগ কাজে লাগিয়ে টাকা ইনকাম করবেন।

যে প্রোডাক্ট এর রিভিউ লিখবেন ঐ প্রোডাক্ট এর এফিলিয়েট লিংক ব্লগ এর মধ্যে দিয়ে দিবেন। যাতে করে ওখানে ক্লিক করেই প্রোডাক্ট কিনতে পারে। এভাবে Online Income করে payment bkash এ নিতে পারবেন।

#Topic:Online Income BD by Blogging

Rate This Article

Thanks for reading: ব্লগিং শুরু করা কি উচিত | Online Income BD by Blogging, Sorry, my English is bad:)

Getting Info...

About the Author

I am a student of computer science. And I love blogging.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.